কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন স্থগিত করে পুনঃ ভোট গ্রহনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কলাপাড়া উপজেলা বিএনপি।

বুধবার দুপুর ১২ টায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন অভিযোগ করেন, সকাল সাড়ে ৯টার মধ্যেই কলাপাড়া পৌরসভার ৩,৭, ৮ ও ৯নং কেন্দ্র দখল করে ধানের শীষের সকল এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়।

একইভাবে কুয়াকাটা পৌরসভায়ও বিএনপির সকল এজেন্টদের বের করে দিয়ে নৌকায় প্রকাশ্যে সিল মারা হয়। এ কারনে এই দুই পৌরসভার ভোটগ্রহন স্থগিত করে তারা পুনঃ নির্বাচনের দাবি জানান। এ সময় মেয়র প্রার্থী হাজী হুমায়ুন কবিরসহ বিএনপির শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা পৌরসভার জাতীয়পার্টির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারও ভোট বর্জন করে সংবাদ সম্মেলনে পুনঃ নির্বাচনের দাবি জানান। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার মধ্যেই তার সকল এজেন্টদের বের করে দেয়া হয়। ৮নং কেন্দ্রে গুলি করে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করে ব্যালট বাস্ক ছিনতাই করে নিয়ে যায় আ’লীগ মেয়র প্রার্থীর ক্যাডাররা। একই অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী আঃ আজিজ মুসুল্লী।

(এমকেআর/এএস/ডিসেম্বর ৩০, ২০১৫)