গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৬নং ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বটতলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, ৬নং ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর নাজমুল হাসান নাজিমের এক সমর্থকের সাথে পরাজিত কাউন্সিলর প্রার্থী হাসিবুর রহমান হাসিবের অপর এক সমর্থকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে কমপক্ষে ৬জন আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সওগাতুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এমএইচএম/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)