চন্দন সাহা ,লাকসাম(কুমিল্লা) থেকে : লাকসাম পৌরসভা নির্বাচনে অধ্যাপক আবুল খায়ের বিশাল ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। বুধবার রাতে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও লাকসাম পৌরসভা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ২০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

সকল কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনা শেষে আওয়ামীলীগ দলীয় প্রার্থী প্রফেসর আবুল খায়ের নৌকা মার্কা প্রতিকে ১৮হাজার ১শত ৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপি দলীয় প্রার্থী শাহনাজ আক্তার ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১০হাজার ৯শত ৫৫ ভোট।

ইসলামী আন্দোলনের প্রার্থী নুর মোহাম্মদ হাতপাখা মার্কা প্রতিকে পেয়েছেন ৫শত৭৮ ভোট ও জাতীয় পার্টি দলীয় প্রার্থী মুক্তিযুদ্ধা মোখলেছুর রহমান নাঙ্গল মার্কা প্রতিকে পেয়েছে১শত ৭২ ভোট।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলে ১নং ওয়ার্ডে সালমা আক্তার সুমি ও ৩নং ওয়ার্ডে মুশফিকা আলম মিতা বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা ২নং ওয়ার্ডে নাছিমা আক্তার তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছে।

এদিকে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ডা.মোহাম্মদ উল্ল্যাহ,খলিলুর রহমান, ওমর আলী, তৃতীয় বারের মত পৌরসভার বর্তমান প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, শাহ আলম, আবদুল আলিম দিদার, শাহজাহান মজুমদার, আফতাব উল্ল্যাহ চৌধুরী ঝন্টু ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া সুমন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

(সিএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)