বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বছরের প্রথম দিনে জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ৫০ লাখ নতুন বই বিতারন করা হয়েছে। শুক্রবার বন্ধের দিন হলেও নববর্ষের দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে ওঠে। এদিন বেলা এগারোটার দিকে বাগেরহাট শহরের হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মো. আজমুল হক, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু ও সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম আগে সকাল সাড়ে দশটায় বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মাধ্যমিক স্তরের’ নতুন বই তুলে দেন।

(এসএকে/এইচআর/জানুয়ারি ০১, ২০১৬)