দিনাজপুর প্রতিনিধি : জেলায় নিখোঁজের ৬ দিন পর মিমি আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজ বাড়ি নিউ টাউনের ছোট একটি পুকুরের ধার হতে শুক্রবার সকাল ১০টায় বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিমি আক্তার শহরের ৭নং নিউ টাউনের বাসিন্দা মো. মাহাবুব হোসেনের মেয়ে এবং নিউ টাউন পিচ স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

নিহত মিমি আক্তারের চাচাতো ভাই মো. মনিরুজ্জামান জানান, ‘২৭ ডিসেম্বর রবিবার বিকেলে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় মিমি আক্তার। পরদিন মুক্তিপণ চেয়ে অজ্ঞাত একটি মোবাইল হতে ফোন আসে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশের পরামর্শক্রমে টাকা নিয়ে অপহরণকারীদের কথা মত পার্বতীপুর গিয়ে অপেক্ষা করা হয়। কিন্তু তারা আমাদের সাথে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে আর কোন যোগাযোগ করেনি। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ছোট পুকুরের ধারে বস্তাবন্দী অবস্থায় মিমির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পরিবারের লোকজনকে সংবাদ দেয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

কোতয়ালী থানার ওসি একেএম মো. খালেকুজ্জামান পিপিএম জানান, ‘এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

(ওএস/এইচআর/জানুয়ারি ০১, ২০১৬)