নওগাঁ প্রতিনিধি : নওগাঁর লক্ষনপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এই বিদ্যুৎ সংযোগ দেয়ার মধ্যে দিয়ে হাপানিয়া ইউনিয়নের এই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পুরণ হলো।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১৩ লাখ ৭৭ হাজার ২শ’ টাকা ব্যয়ে ১.২৫২ কিলোমিটার দীর্ঘ নতুন এই বিদ্যুতায়ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। এ কর্মসূচীর আওতায় লক্ষণপুর উত্তরপাড়া গ্রামের মোট ১২৬ জন গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

এ সময় নওগাঁ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান শামছুল হক বকুলের সভাপতিত্বে আয়োজিত এক সমাবেশে পল্লী বিদ্যুত সমিতির এজিএম আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান পারভীন আকতার ও হাঁপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ রাজা বক্তব্য রাখেন।

(ওএস/এস/মে ২৯, ২০১৪)