বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের সাত’শ চক্ষু রোগীর বিনামূল্যে অস্ত্রোপাচার শুরু হয়েছে। অন্ধত্বের হাত থেকে মুক্তি পেতে ঢাকার লায়ন্স চক্ষু ইনষ্টিটিউট হাসপাতালে এই অস্ত্রোপাচার শুরু করা হয়। সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে ৯৮ জন রোগীর অস্ত্রোপাচার শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত এই চিকিৎসা চলবে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।

ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ১১ ডিসেম্বর বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চক্ষু শিবিরে অসহায় দরিদ্র চক্ষু রোগীদের বিনামুল্যে চিকিৎসা করা হয়। দিনব্যাপী চক্ষু শিবির শেষে ৭ হাজার রোগির নেত্রনালী, মাংস বৃদ্ধিসহ ছানি অপারেশনের জন্য ৭ শতাধিক চোখের রোগী বাছাই করা হয়। প্রত্যেক রোগিকে ঢাকায় নিয়ে আসা থেকে শুরু করে চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছাবার যাবতীয় ব্যয়ভার আমি করে থাকি। এমনকি যারা অস্বচ্ছল তাদের প্রত্যেককে চিকিৎসার পরবর্তী ৭ দিনের সকল খরচ দেয়া হয়। এসব রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকায় লায়ন্স চক্ষু হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিত করার কাজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৭ টি ক্যাম্পের মাধ্যমে ২ হাজার ৭০০ রোগীর ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধি রোগের অপারেশন করা হয়েছে। এছাড়া ৫০ হাজারের বেশি রোগীদের বিনামুল্যে চিকিৎসা দেয়া হয়েছে।

(এসএকে/এস/জানুয়ারি ০৪,২০১৫)