নারায়রগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় একটি ডাইং কারখানায় গ্যাসের পাইপে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে ফতুল্লা পোস্ট অফিসের পাশে আমিন ডাইংস’র কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ রাসেলের (২৩) শরীরের ১৪ শতাংশ, ইয়াসিনের (২১) ২৩ শতাংশ, জালালের (২৫) ২৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়াও সাব্বির (২০) ও নান্নু (২৮) নামে আরও দুইজন দগ্ধ হয়েছেন।

তাদের সহকর্মী মামুন জানান, রাতে কারখানায় কাজ করার সময় গ্যাসের পাইপে আগুন লেগে গেলে পাঁচ জন ‍দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মেডিকেল ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, বর্তমানে দগ্ধ পাঁচজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৫, ২০১৬)