মদন (নেত্রকোণা) প্রতিনিধি : সোমবার গভীর রাতে কতিপয় দূর্বৃত্ত নেত্রকোণার মদন উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসেনের বাড়িভাদেরা রোডে পাকা সড়কের সাথে সংযোগ রাস্তার মাটি কেটে বাসার যোগাযোগ বিছিন্নসহ পানি সরবরাহের পাইপ ও মূল্যবান ফল-ফলাদির ২০টি চারা গাছ কেটে আতঙ্কের সৃষ্টি করেছে।

গভীর রাতে কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে তা ভুক্তভোগি বলতে পারছেন না। তবে এ ঘটনার পর লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে ভুক্তভোগি প্রধান শিক্ষক ইসমাইল হোসেন আমাদের এ প্রতিনিধিকে জানান, গভীর রাতে ঘুমের মধ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে সংযোগ রাস্তাটি নির্মাণ করার সময় এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি রাস্তাটি নির্মাণে প্রতিবন্ধকতার সৃষ্টি করলেও আমি রাস্তাটি নির্মাণ করি।

বিষয়টি মেয়র ও নবনির্বাচিত মেয়র সহ পুলিশ প্রশাসনকে অবগত করেছি। থানায় জিডি এন্ট্রি করব। মদন পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক জানান, শিক্ষকের ঘটনাটি শুনে খুবই মর্মাহত হলাম। দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানাই।

(এএমএ/এইচআর/জানুয়ারি ০৫, ২০১৬)