স্টাফ রিপোর্টার : ৫ জানুয়ারি মঙ্গলবার, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ। এভিনিউয়ের চারদিকে হাজারো লোকের সমাগম। চলছে আওয়ামী লীগের সমাবেশ। এ সমাবেশে বক্তব্য দিতে মঞ্চে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বক্ততার মাঝে শুরু করলেন হিন্দি গান। ‘ম্যায় ভুল গ্যায়া হার বাত, মাগার তেরা পেয়ার নেহি ভুলে’।

এ হিন্দি গান দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করলেন।

মতিয়া চৌধুরী বলেন, হঠাৎ বেগম জিয়া আবিষ্কার করলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয় নাই। আসলে তিনি জানবেন কী করে? তিনি তো মেহমান ছিলেন। ‘আপনি মেহমানদারি ভুলতে পারেন নাই। কাজেই আপনি শহীদের সংখ্যা নিয়া প্রশ্ন তোলেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু তখন কথা হইল এটা লোকাল নির্বাচন, অন্য মার্কার নির্বাচন ...। এই তো সেই দিন, ৩০ ডিসেম্বর, নৌকা মার্কায় পৌর নির্বাচন হইছে, আর বিএনপি অংশগ্রহণ করছে ধানের শীষ মার্কা নিয়ে; কাজেই পরিষ্কার প্রমাণ হয়ে গেল, গাধা পানি খায়, ঘোলা কইরা খায়, আপনি ঘোলা কইরা পানি খান।’

মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি পদ্মা সেতু।’ তিনি বলেন, ‘আমরা যখন গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি, উনি তখন বিলাপ দিবস পালন করছেন। ওনাকে আর কখনো বিজয়ের মুখ দেখতে হবে না।’

প্রসঙ্গত, ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ও ধানমণ্ডির রাসেল স্কয়ারে সমাবেশে করে আওয়ামী লীগ।

(ওএস/অ/জানুয়ারি ০৫, ২০১৬)