স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী মতিউর রহমান নিজামীর মৃত্যৃদণ্ড বহাল থাকায় জামায়াতে ইসলামীর দম্ভ চুরমার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার সুপ্রিমকোর্টের অাপীল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, এই রায় একটি যুগান্তকারী ঘটনা। আমরা এই দিনটির জন্য অধীর অাগ্রহে অপেক্ষা করছিলাম। সরকার দ্রুততম সময়ের মধ্য নিজামীর রায় কার্যকর করবে।

তিনি বলেন, সরকার মানবতাবিরোধীদের বিচার সম্পন্ন করতে বদ্ধপরিকর। কোনো বাধাই এ বিচার ঠেকাতে পারবে না।

এর আগে বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

ফলে মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগের ষষ্ঠ এবং বাংলাদেশের সাবেক কোন মন্ত্রী পরিষদের তৃতীয় কোন মন্ত্রী দণ্ড পেলেন। এর আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০১৬)