গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ৬ কর্মীসহ অন্যান্য মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আশাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় জামায়াতের ৩ জন ও শিবিরের ৩ জন কর্মী গ্রেফতার রয়েছে। এর মধ্যে একজনকে জেলার সুন্দরগঞ্জ ও বাকি পাঁচজনকে পলাশবাড়ি উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারপিট, ডাকাতি, সাজাপ্রাপ্ত ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় বিভিন্ন থানা থেকে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, গ্রেফতার জামায়াত-শিবিরের এসব স্থানীয় পর্যায়ের কর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা মামলা রয়েছে। পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৬, ২০১৬)