সাতক্ষীরা প্রতিনিধি : মিল্ক ভিটা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের সাতক্ষীরার বিসিক শিল্পনগরী শাখার দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারিদের দ্বারা দুগ্ধ উৎপাদনকারি সমবায় সমিতির মালিকদের হয়রানী ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ চত্ত্বরে তালা, সাতক্ষীরা ও ডুমুরিয়া দুগ্ধ সমবায় সমিতির সদস্যবৃন্দ এ মানববন্ধন পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা- ডুমুরিয়া দুগ্ধ সমবায় সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ, মহান্দী পূর্ব পাড়া সমিতির সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, অরুণ ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরার বিসিক শিল্পনগরীতে মিল্ক ভিটা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের কতিপয় অসাধু ও দুর্নীতিবাজ কর্মকর্তা- কর্মচারিদের কারণে জেলার দুগ্ধ শিল্প হুমকির সম্মুখীন। কর্মকর্তাদের পকেটে উৎকোচ না গেলে বিভিন্ন অজুহাতে তাদের দুধে ফ্যাট কম দেখিয়ে নিম্নমানের বলে দাম কম দেওয়া হয়। এমনকি প্রতিবাদ করলে দুধে এলকোহল মিশিয়ে নষ্ট করে দেওয়া হয়। এতে সমবায় সমিতির মালিকরা সমুহ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে তাদের গরু বিক্রি করে ফেলা ছাড়া কোন উপায় থাকবে না। এ অবস্থার উন্নয়ন ঘটাতে তারা বিসিক শিল্পনগরীর মিল্কভিটা কর্মকর্তা হামিদুল ইসলাম, ল্যাব টেকনিশিয়ান মোস্তাইন বিল্লাহ ও সহকারি রাসেল আহম্মেদকে অনতিবিলম্বে অপসরাণের দাবি জানান।

একই সাথে এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হওয়ায় কয়েকজন দুগ্ধ সমবায় কর্মকর্তাদের হুমকির নিন্দা জানান তারা। একইসাথে দুর্নীতিবাজ কর্মকর্তা- কর্মচারিদের অবিলম্বে অপসারন না করলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

(আরকে/এএস/জানুয়ারি ০৬, ২০১৬)