নাটোর প্রতিনিধি : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের মানুষের কাছে কতোটা গ্রহনযোগ্য তা পৌর নির্বাচনই প্রমান করে দিয়েছে। মানুষ হত্যাকারীকে কেউ কখনও পছন্দ করে না। তাই দেশের মানুষ বেগম জিয়ার দলকে প্রত্যাখান করেছে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃংখলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরো বলেন, মানুষ হত্যা করে কখনও গণতন্ত্র রক্ষা করা যায় না। অথচ তিনি ৫ জানুয়ারীর নির্বাচন ঠেকাতে গণতান্ত্রিক আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যায় লিপ্ত ছিলেন। আজ তিনি গণতন্ত্র রক্ষা দিবস পালনের নামে আবারও মানুষের সাথে প্রতারণা করছেন। এজন্য বেগম খালেদা জিয়াকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এম পি, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এম পি, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী সহ অন্যান্যরা।

(এমআর/এএস/জানুয়ারি ০৬, ২০১৬)