কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বরের বয়স ১৬, কনের ১২। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে মঙ্গলবার বেশ জাকজমকভাবে এ বিয়ের আয়োজন করা হয়। বাবাকে না জানিয়ে সৎ মা কিশোরী তানজিলার এ বিয়ে আয়োজন করে বেলালের সাথে।

খবর পেয়ে কলাপাড়া নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিচ জাহান ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তাসহ টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে গিয়ে কিশোরীকে উদ্ধার করেন। তবে বিয়ের কাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া তাকে গ্রেফতার করা যায়নি।

মঙ্গলবার সন্ধায় কলাপাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর কাছে মেয়েকে বাল্য বিয়ে দেবেন না এ অঙ্গীকার করায় কিশোরীর কনেকে তার পিতা দেলোয়ার হোসেনের হাতে তুলে দেয়া হয়।

কিশোরীর বাবা দেলোয়ার হোসেন জানান, তার মেয়ের বিয়ে অথচ তিনি নিজেই জানতেন না। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মেয়েকে রক্ষার জন্য তিনি আসেন। তানজিলার সৎ মা তার এই বিয়ের নামে সর্বনাশের আয়োজন করে বলে তিনি বলেন। এ বাল্যবিয়ে বন্ধ করায় তিনি প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(এমকেআর/এএস/জানুয়ারি ০৬, ২০১৬)