গাইবান্ধা প্রতিনিধি : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট নিরসনে পর্যাপ্ত শিক্ষক, ক্লাশ রুম ও স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ করে ২১০ দিন ক্লাশ নিশ্চিত করার দাবিতে অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক বজলুর রহমান, কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, রাহেলা সিদ্দিকা, শাহীন আলম প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা সরকারি কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, ক্লাশ রুম, স্বতন্ত্র পরীক্ষা হল, হল হোষ্টেল না থাকায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন প্রায় বিপন্ন। বক্তারা আরও বলেন, লাইব্রেরী সেমিনারে নতুন সংস্করণের পর্যাপ্ত বই পরিচয়পত্র প্রদান, বসার স্থানসহ কলেজের নানাবিধ সংকট নিরসনের দাবি জানান।

(আরআই/এএস/জানুয়ারি ০৬, ২০১৬)