বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এলজিএসপি-২ এর কর্মকর্তা উজ্জল বিকাশ ত্রিপুরা। সমিতির গঠনতন্ত্র মোতাবেক ১লা জানুয়ারী ২০১৬ হতে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত নতুন এই কর্যকরী কমিটি দায়িত্বে থাকবেন।

নির্বাচনে গোপন ব্যালেটের মাধ্যমে সভাপতি পদে ইউপি সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে লিটন পাল, অর্থ সম্পাদক সম্পাদক ক্য মং হ্লা মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদুল হক এবং মং ওয়ে সিং মারমাকে তথ্য প্রচার ও গবেষনা সম্পাদক পদে নির্বাচিত হন। বান্দরবানের ৩৩টি ইউনিয়নের সচিবদের সমন্বয়ে গঠিত বাপসা’র মোট সদস্য ৩৩ জন। তবে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দ্বারা এই সংগঠন পরিচালিত হয়েছে।

নব নির্বাচিত সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আলীকদম উপজেলার ২টি ইউনিয়নকে ভেঙ্গে ৪টি ইউনিয়ন করা হয়েছে। নতুন এই ২টি ইউনিয়নের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সেই হিসেবে বর্তমানে বান্দরবান জেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৩৩টি।

(এএফবি/এইচআর/জানুয়ারি ০৭, ২০১৬)