নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্য গুদামে আমন চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, ওসিএলএসডি ও খাদ্য পরিদর্শক আব্দুল কাইয়ুম, মিল মালিক ফরহাদ হোসেন চকদার, মোতাহার হোসেন, মকছেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, আপদকালীন মজুদের লক্ষ্যে চলতি আমন মৌসুমে উপজেলার ৫৯ জন মিলারের নিকট থেকে প্রসাদপুর খাদ্য গুদামে ৩৮৬ মেট্রিকটন চাল ক্রয় করা হবে। প্রতিকেজি চাল ৩১ টাকা দরে নেয়া হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম।

(বিএম/এএস/জানুয়ারি ০৭, ২০১৬)