নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের (ডিএসএফ) টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছে প্রায় দেড় হাজার মা। গত এক বছরের অধিক সময় থেকে ডিএসএফের টাকা না আসায় এসব প্রসূতি মা বিড়ম্বনার শিকার হচ্ছেন। সেই সঙ্গে বিপাকে পড়ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

সূত্রে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় বিগত ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম প্রকল্প চালু করা হয়। মহিলাদের মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, সঠিক সময়ে বাচ্চা ভূমিষ্ঠ ও নবজাতকের পরিচর্যাই এ প্রকল্পের লক্ষ্য। এ লক্ষ্যে একজন গর্ভধারিণী মাকে মাতৃকালীন চেক-আপের জন্য যাতায়াত বাবদ ৫শ’ টাকা এবং পুষ্টিকর খাবারের জন্য ২ হাজার টাকা এ প্রকল্পের পক্ষ থেকে দেয়া হয়।

এছাড়াও বিনামূল্যে সিজারসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদিকে এ প্রকল্প চালুর পর থেকে এলাকার হাজার হাজার গরিব অসহায় মা উপকৃত হলেও গত এক বছরের অধিক সময় প্রকল্পের অনুকুলে কোন টাকা বরাদ্দ না আসায় দেড় হাজারের অধিক মা টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন।

এ বিষয়ে ডিএসএফের উপজেলা কোয়ালিটি ম্যানেজার শামসুজ্জাহান বলেন, মন্ত্রাণালয়ের জটিলতার কারণে এ প্রকল্পের টাকা উপজেলা পর্যায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডা. গাদিয়া রহমান বলেন, এ হাসপাতালে কোন অজ্ঞান বিশেষজ্ঞ না থাকায় অন্য জায়গা থেকে ফি দিয়ে ডাক্তার আনতে হয়।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিষ কুমার সরকার বলেন, ডিএসএফের টাকা বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই যথাযথ ভাবে এ টাকা প্রাপকদের কাছে পৌঁছে দেয়া হবে।

(বিএম/এএস/জানুয়ারি ০৭, ২০১৬)