নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ৫ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দিনগত রাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ধুরপিট রওজাপাড়া গ্রামের দিনেশ চন্দ্র বর্মন (৫০), তার দুই ছেলে নির্মল বর্মন (৩০) ও মহেশ্বর বর্মন (২৬)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ আদালতে সোপর্দ্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার সময় উপজেলার দুকুড়িপাড়া করবল্লা কবরস্থানের পার্শ্বে ৫ কেজি গাঁজাসহ তাদের ৩ পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়।

(বিএম/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৬)