স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন জঙ্গীবাদের পাশাপাশি এখন গুম, খুন ও অস্ত্রবাজি গণতন্ত্রের আপদ হিসেবে মাথাচাড়া দিয়ে ওঠেছে। তাই একে দমনে কঠোর হতে হবে।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে দলের বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গুম, খুন অস্ত্রবাজি এবং দলবাজি গণতন্ত্রের আপদ হিসেবে মাথাচাড়া দিয়ে ওঠছে। এই বপিদ এবং আপদ থেকে বাংলাদেশকে যদি রক্ষা না করা যায়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র মুখ থুবরে পড়বে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যতক্ষন পর্যন্ত জঙ্গিবাদ বর্জনে, রাজাকার বর্জনে, যুদ্ধাপরাধী বর্জনে একমত না হচ্ছেন, ততক্ষন পর্যন্ত বেগম খালেদা জিয়া নির্বাচন এবং গণতন্ত্রের জন্য সংলাপের উপযুক্ততা অর্জন করতে পারে না।

(ওএস/এটিআর/মে ৩০, ২০১৪)