গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় জেলা পর্যায়ে শিশু অধিকার লঙ্ঘন বন্ধে সচেতনতামূলক র‌্যালী, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধার উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী, প্লান বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন সুইডেনের সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমী থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমীতে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে তাওহীদ তুষারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুস সামাদ জেলা প্রশাসক গাইবান্ধা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রেবেকা পারভিন, সরকারি শিশু পরিবার বালিকার প্রশিক্ষক চৌধুরী ফরিদা পারভীন, আবু সায়েমসহ অন্যরা।

সমাবেশে বক্তারা শিশু অধিকার লঙন বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহন করেন।

(এএস/এইচআর/জানুয়ারি ১১, ২০১৬)