মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলায় চলতি মৌসূমের শুরুতেই পৌরসভাসহ তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের সরিষা, আলু, মরিচ, গম, বেগুন, টমেটো রবিশস্যের ক্ষেতে ব্যাপক ভাবে পোকার আক্রমণ হয়েছে। কৃষকগণ জমিতে কীটনাশক ব্যবহার করেও তেমন কোন সুফল পাচ্ছে না। গত ১ সপ্তাহ ধরে এ পোকার আক্রমণ হয়েছে বলে কৃষকগণ জানান।

চলতি অর্থ বছরে ১ হাজার ৯শ হেক্টর জমিতে রবি ফসল আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে অনেক বেশী বলে কৃষি অফিস সূত্রে জানা যায়। বন্যায় আমন ধান চাষে ক্ষতিগ্রস্থ কৃষক ফতেপুর গ্রামের আব্দুল জব্বার জানান, এলাকার কৃষকগণ বন্যায় আমন ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষে সরিষা ও রবি ফসল চাষে মনযোগী হয়। এরই মধ্যে কালো রংয়ের এই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য কীটনাশক ব্যবহার করেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে মদন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রসূল জানান, আবহাওয়া জনিত কারণে এই এলাকাগুলোতে লেদা পোকার আক্রমণ হয়েছে। তবে কৃষি বিভাগের লোকজন এ অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষকদের পরামর্শ ও ব্যবস্থা পত্র দিচেছন।

(এএমএ/এএস/জানুয়ারি ১২, ২০১৬)