পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তুলসিপুকুর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে পার্বতীপুর-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিন জানান, সকালে তুলসিপুকুর এলাকায় একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাইভেটকার (নম্বর ঢাকা মেট্রো গ-২৫৯৯) চালকের। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।


(ওএস/এস/জানুয়ারি১৩,২০১৬)