নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে নিজেকে আরইবির চেয়ারম্যানের ভাতিজা পরিচয় দিয়ে গ্রামবাসিকে বিদ্যুৎ দেয়ার নাম করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মিজানুর রহমান বাবু (৩০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহম্মেদ জানান, ঢাকা জেলার তুরাগ থানার হোসেন আহম্মেদের ছেলে মিজানুর রহমান বাবু (৩০) দীর্ঘদিন ধরে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামে তার শ্বশুর বাড়িতে থেকে পার্শ্ববর্তী ভালাইন গ্রামের রেজাউল ইসলাম, মিজানুর রহমান ও নয়নসহ কমপক্ষে ১২ জনের কাছ থেকে বাসাবাড়িতে পল্লীবিদ্যুৎ দেয়ার নাম করে ৪০ হাজার ৫শ’ টাকা হাতিয়ে নেয়। ওইদিন ওইসব গ্রামবাসী প্রতারক মিজানুর রহমান বাবুকে বিদ্যুৎ দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে সে দ্রুত গতিতে মহাদেবপুর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে যায়। এসময় সে নিজেকে আরইবির চেয়ারম্যানের ভাতিজা পরিচয় দিয়ে গ্রামবাসিকে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। এসময় পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ফকরুল আলম মিজানুর রহমান বাবুর কথাবার্তায় অসংলগ্ন দেখা দিলে প্রতারণা শিকার ওইসব গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসী পল্লীবিদ্যুৎ কার্যালয়ে আসার পর থানা পুলিশে খবর দেয় ডি জি এম মোঃ ফকরুল আলম। পুলিশ সেখান থেকে ওই প্রতারকে গ্রেফতার করে।

প্রতারক মিজানুর রহমান বাবু গ্রামবাসী থেকে বিদ্যুৎ দেয়ার কথা বলে টাকা নেয়ার কথা স্বীকার করে এবং আর ই বির চেয়ারম্যান তার কেউ নয় বলে পুলিশকে জানায়। এঘটনায় তার বিরুদ্ধে ভালাইন গ্রামের আইয়ুব মন্ডলের ছেলে রেজাউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

(বিএম/এইচআর/জানুয়ারি ১৩, ২০১৬)