নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নোয়াখালী জেলার সদর উপজেলা সভাপতি মফিজুর রহমান (৬৬) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নোয়াখালী গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- সাগর (১৯), বাপ্পী (১৮) ও মুন্না (১৯)।

পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতি ও শুক্রবার নোয়াখালী ও ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাহে নেওয়াজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- কমিউনিস্ট পার্টির নেতা মফিজুর রহমান হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে প্রথমে সাগরকে গ্রেফতার করা হয়। পরে সাগরের দেওয়া তথ্য মতে শুক্রবার বিকেলে ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে বাপ্পী ও মুন্নাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার ঘটনা স্বীকার করেছে।

জেলা পুলিশ সার্কেল এসপি নিস্কৃতি চাকমা বলেন- এ ঘটনায় শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২৭ এপ্রিল রবিবার রাত ২টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে গলা ও দুই হাতের রগ কাটা অবস্থায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদর উপজেলা সভাপতি মফিজুর রহমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)