বিনোদন ডেস্ক : ব্রিটিশ বংশোদ্ভুত মার্কিন অভিনেতা অ্যালেন রিকম্যান আর নেই। ৬৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা গেছেন শক্তিমান এ অভিনেতা। পরিবারের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে দ্য গার্ডিয়ান।

‘ডাই হার্ড’ ছবিতে হ্যানস গ্রুমবার এবং ‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে সেভেরাস স্নেইপ চরিত্রের জন্য তিনি বিখ্যাত। পশ্চিম লন্ডনে জন্ম নেয়া রিকম্যান বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অভিনয়ে নিয়মিত হন।

১৯৮০ সালে ‘লেস লিয়াইসনস ডেঞ্জেরাসেস’ এ মঞ্চাভিনয়ের মাধ্যমে তিনি মার্কিন দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ‘ডাই হার্ড’ ছবিতে ব্রুস উইলির বিপরীতে খল চরিত্রে অভিনয়ের জন্যও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি।

(ওএস/এএস/জানুয়ারি ১৫, ২০১৬)