নওগাঁ প্রিতিনিধ : শহরের পিরোজপুর মহল্লার মেসার্স এনএ কন্সট্রাকশন নামে ইট ভাটিতে ছাবেদ আলী (৪০) নামে এক শ্রমিক মাটি চাপা পড়ে শনিবার সকালে নিহত হয়েছে।

ওই ইট ভাটির শ্রমিক সরদার হারুন জানান, প্রতিদিনের মতো অন্যান্য শ্রমিকের সঙ্গে ছাবেদ আলী পাহাড়সম মাটির স্তুপের সমতল বরাবর ইট তৈরীর জন্য মাটি কেটে কাদা তৈরী করছিল। সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে হঠাৎ করে ওপরের মাটি ধ্বসে পড়ে তাকে চাপা দেয়। তার সঙ্গীরা মাটি সরিয়ে অনেক খোঁজাখূঁজির পর তাকে মাটির নীচ থেকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে ভাটি মালিক আজিজার রহমান একটি ট্রাকে তুলে লাশ তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পাঠিয়ে দেয় বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি।

(বিএম/এইচআর/জানুয়ারি ১৬, ২০১৬)