গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ক্যান্সার সোসাইটি নব নির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ  মুজিবুর  রহমানের সমাধিতে সৌধের বেদিতে পুষ্পার্ঘ্য  অর্পন করে  শ্রদ্ধা  নিবেদন করেছেন।

শনিবার দুপুরে ক্যান্সার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাঃ ওবায়েদুল্লাহ বাকীর নেতৃত্বে নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন । পরে তারা জাতির জনকের মাজার জিয়ারত, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় অন্যান্যের মধ্যে সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি সুলতান মাহমুদুর রহমান, অধ্যাপক ডাঃ শেখ গোলাম মোস্তফা, মহাসচিব ডাঃ এস এম আব্দুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ খোরশেদ আলম, প্রচার সম্পাদক অধ্যাপক ডাঃ কাজী মনজুর কাদের, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জের সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডাঃ চৌধুরী সফিকুল আলম, সংগঠনের জেলা শাখার সভাপতি ডাঃ আবিদ হাসান শেখ, সহ-সভাপতি আলহাজ মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস, যুগ্ম-সম্পাদক ডাঃ হুমায়ূন কবীর, কোষাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, ডাঃ রীনা রাণী সাহা, মাগুরা জেলা শাখার সভাপতি ডাঃ এ আর মোল্লা বাবুল রশিদ, সাতক্ষীরা শাখার নেতা ডাঃ মোঃ মনোয়ার হোসেন, ক্যান্সার সোসাইটির মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডাঃ এম এ রাজ্জাক, টুঙ্গিপাড়ার টিএইচএ ডাঃ নিয়াজ মোহাম্মদ, ক্যান্সার সোসাইটি হাসপাতালের ওয়েল ফেয়ার হোমের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে বঙ্গবন্ধু ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধ ুশেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্যান্সার সোসাইটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন।

এছাড়া, ওইদিন দুপুরে ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে জাতির জনকের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিদ্দীক বিশ্বাস, শাহদাৎ হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ আমীর, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিঠু প্রমূখসহ নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অপরদিকে, পটুয়াখালী জেলার দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লতিফ সিদ্দীকির নেতৃত্বে মুক্তিযোদ্ধরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

(এমএইচএম/এএস/জানুয়ারি ১৬, ২০১৬)