নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বাবুরাইলের ৫ খুনের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

রবিবার সকাল ১০টায় খুন হওয়া তসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার দায়েরের বিষয়টি জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

তিনি বলেন, এ ঘটনায় আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)