বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার কচুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ নজরুল ইসলামকে কুপিয়েছে প্রতিপক্ষ।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

শেখ নজরুল ইসলাম জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া উপজেলা সদরের কচুয়া গ্রামের বাসিন্দা। তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই এলাকায় ১৬ শতক একটি জমি নিয়ে শহীদ শেখ নামে এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল নজরুল ইসলামের। এর পরিপ্রেক্ষিতে প্রায় এক মাস আগে নজরুল ইসলামকে নিম্ন আদালত শহীদ শেখকে জমি বুঝিয়ে দিতে বলেন। সে সময় নজরুল ইসলাম দেশের বাইরে থাকায় কোনো প্রতিবাদ করেননি।

এ সময় শহীদ শেখ ওই জমিতে দেয়াল এবং স্থাপনা নির্মাণের জন্য ভিত তৈরি করেন। এদিকে বিদেশ থেকে ফিরে নজরুল ইসলাম উচ্চ আদলত থেকে এই জমিতে স্থিতি অবস্থার নির্দেশ আনেন। এরপর শনিবার সকাল ৬টার দিকে তিনি তার লোকজন নিয়ে ওই জমিতে যান এবং স্থাপনা অপসারণের চেষ্টা করেন। এ সময় শহীদ শেখের লোকজন তাকে কুপিয়ে যখম করেছে।

এ ব্যাপারে এখনও কেউ থানায় অভিযোগ করেননি বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)