বাগেরহাট  প্রতিনিধি:বাগেরহাটে সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে  ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি ও সুধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বাগেরহাট জেলা সনাক সভাপতি এ্যাডভোকেট রাম কৃষ্ণ বসুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, বাবুল সরদার, ইউপি সদস্য শিরিন বকুল, শেখ মোস্তফা কামাল, খোন্দকার আছিফউদ্দিন রাখী, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী প্রমুখ।

জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে সাধারণ জনগণ নাগরিক সেবা সম্পর্কিত সরাসরি নানাবিধ প্রশ্ন করেন যা জনপ্রতিনিধি হিসেবে উত্তর দেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ.মতিন তার উত্তর দেন।

নাগরিক সেবা সম্পর্কিত যোগাযোগ ও রাস্তা উন্নয়ন, কালভার্ট উন্নয়ন, ওয়ারেশ কাম সার্টিফিকেট, নলকূপ স্থাপন, বিদ্যুৎ, কৃষি ও সেচ, সড়ক বাতি, ব্যাংকের শাখা ও এটিম বুথ স্থাপন, অবৈধ দখলদার উচ্ছেদ, পাবলিক টয়লেট নির্মান, মটর সাইকেল চুরি রোধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা ইত্যাদি বিষয়গুলো নাগরিকদের প্রশ্নে স্থান পায়।

(এসএকে/এস/জানুয়ারি১৭,২০১৬)