বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র যথাযথ, দ্রুত ও পুর্ণাঙ্গ বান্তবায়ন এবং সমতল অঞ্চলের আদিবাসীদের ভুমি কমিশনের দাবীতে গণ-মানববন্ধন কর্মসুচী পালন করেছে পাহাড়ী কয়েকটি সংগঠন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওর্য়াক, বাংলাদেশ আদিবাসী ফোরাম এর ব্যানারে এই গণ মানববন্ধন কর্মসুচী পালিত হয়। বান্দরবান জেলার ঘুমধুম ইউনিয়ন থেকে খাগড়াছড়ির দুদুকছড়া পর্যন্ত গণ মানববন্ধন কর্মসুচীতে পাহাড়ী বিভিন্ন সম্প্রদায়ের কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে যখন পাহাড়ীরা মানববন্ধনে আসছিল তখন পুলিশ সদস্যরা তাদের বাঁধা দিয়ে আসছিল। সরকার এবং পার্বত্য চট্টগ্রামের নাগরিকরা চুক্তি বাস্তবায়ন চাইলেও চুক্তি যাতে বাস্তবায়ন হতে না পারে সেজন্য সরকারের মধ্যে লুকিয়ে থাকা একটি সম্প্রদায়িক গোষ্ঠি এ ধরনের কর্মসুচীতে বার বার বাঁধা দিয়ে আসছে। বক্তারা এই গণ মানববন্ধন কর্মসুচীর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের জোর দাবী জানান।

(এএফবি/এইচআর/জানুয়ারি ১৮, ২০১৬)