বিনোদন ডেস্ক : যে কোনো চরিত্রে অভিনয়ের দারুণ দক্ষতা আছে আয়নার। অন্যের হয়ে তিনি তা-ই করেন। একসময় এ রূপান্তরটা চোখে পড়ে। কসমোপলিটন ঢাকা শহরের প্রেক্ষাপটে বহুমাত্রিক চরিত্রটি অনেকটা রহস্যাবৃত।

অমিতাভ রেজার প্রথম ছবি ‘আয়নাবাজি’র ফার্স্টলুকে এভাবেই হাজির হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সোমবার চমকে ভরা টিজারটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা।

পরিচালকসূত্রে জানা গেছে, ‘আয়নাবাজি’ মুক্তি পাবে শিগগিরই। তিন মাস ধরে পুরান ঢাকা, পল্টন, কোক স্টুডিও, জজ কোর্ট’সহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে।

চঞ্চল চৌধুরীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন নাবিলা, পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন প্রমুখ।

চঞ্চল চৌধুরীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন নাবিলা, পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন প্রমুখ। ছবিটির জন্য বিভিন্ন গান তৈরি করেছেন অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও চিরকুট।



(ওএস/এএস/জানুয়ারি ১৯, ২০১৬)