মৌলভীবাজার প্রতিনিধি : গত কয়েক দিন যাবত তীব্র শীতে কাবু মৌলভীবাজার জেলা শহর ও এর আশপাশের এলাকার অসহায় হতদারিদ্ররা।

এসব মানুষের জন্য শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মৌলভীবাজার পৌর শহরের বিভিন্ন এলাকা, পাড়া ও বস্তি সমূহে ধারাবাহিক শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় এবার শহরের সৈয়ারপুর এলাকার অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ালো বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ছাত্র সংগঠন জেলা ছাত্র মৈত্রীর নেতা কর্মীরা। সোমবার রাতে শহরের সৈয়ারপুরের বস্তি এলাকার শতাধিক পরিবারের মাঝে এই শীত বস্ত্র বিতরণ সংগঠনের নেতা কর্মীরা।

শীত বস্ত্র বিতরন উপলক্ষে সমাজকর্মি শ্যামলী সূত্রধরের নিজ বাসায় জেলা ছাত্র মৈত্রীর আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্র নেতা শেখ মাহবুব হাসান মুক্তার সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদ্য সমাপ্ত মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মনোনিত মেয়র প্রার্থী বিশিষ্ট কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (টিটু), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর শ্যামলী পুরকায়াস্থ, সাংবাদিক আব্দুল কাইয়ুম,জেলা যুব মৈত্রীর নেতা কমরেড, আফরোজ আলী, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি তাপস ঘোস প্রমুখ।

(একে/এএস/জানুয়ারি ১৯, ২০১৬)