স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিক আলতাফ মাহমুদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তা দেয়ার কথা মঙ্গলবার বিকেলে জানিয়েছেন। বুধবারই তার কাছে এ টাকার চেক পৌঁছে দেয়া হতে পারে।

জানা গেছে, আলতাফ মাহমুদ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি রয়েছেন।

(ওএস/এএস/জানুয়ারি ১৯, ২০১৬)