জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া ‘এ’ ইউনিটের ৫ম বিভাগ পরিবর্তনের তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অটো মাইগ্রেশন প্রক্রিয়ায় ৫ম মাইগ্রেশন প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৭ম মেধাতালিকা ২২ জানুয়ারি প্রকাশ করা হবে। ৭ম মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, জবির ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (WWW.JNU.AC.BD) তে পাওয়া যাচ্ছে।

(ওএস/পি/জানুয়ারি ১৯, ২০১৬)