যশোর প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে সাতটি স্বর্ণের বারসহ নারান নামে ভারতীয় এক কুলিকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর ২টায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে আটক করে।

নারান ভারতের ২৪ পরগনা বনগাঁ থানার ছয়ঘুড়িয়া গ্রামের উখিল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, ভারতীয় কুলি নারান বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর ব্যাগ বহন করতে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে আসেন। পরে বাংলাদেশি অন্য এক কুলির কাছ থেকে স্বর্ণের বার নিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তার হাতে থাকা একটি পানির জগের ভেতর থেকে সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ জানান, স্বর্ণের বার আটকের বিষয়টি তারা ভারতীয় বিএসএফের কাছ থেকে জেনেছেন।

(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০১৬)