বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী থেকে বৃহস্পতিবার সকালে প্রায় ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। বিকেলে জব্দকৃত জাল উপজেলা পরিষদ সংলগ্ন বান্দাঘাটা স্লুইস গেট এলাকায় এনে ইউএনও মোহাম্মদ অতুল মন্ডলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শরণখোলা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান জানান, তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মহিদুল হকসহ পুলিশের একটি দল নিয়ে তারা বলেশ্বর নদীর মাঝেরচর, জিলবুনিয়া, রাজেশ্বর, চালরায়েন্দা, রাজৈর ও কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে পেতে রাখা অবস্থায় ওই জাল আটক করে। এসময় ওই কারেন্ট জালে আটকে পড়া ২২ কেজি জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জালের বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে মৎস্য বিভাগ জানায়।

(এসএকে/এস/জানুয়ারি২১,২০১৬)