মিনারা হেলেন (বাংলা প্রেস), নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে শীত মওসুম শুরু হবার একমাস অতিবাহিত হলেও নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতে  উল্লেখযোগ্য তুষারপাত কিংবা তুষারঝড় এখনো দেখা যায়নি।

হঠাৎ করে তুষারঝড়ের বার্তা পেয়ে আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ পূর্ব উপকূলীয় শহরগুলোর বাসিন্দারা। কারণ এ ঝড় একবার শুরু হলে বাতাসের সঙ্গে তুষার মিশে কাঁপুনি ধরিয়ে দেবে লাখ লাখ মানুষের।

স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরে তীব্র ঝড় হতে পারে বলে জানিয়েছে পূর্ব উপকূলীয় আবহাওয়া অধিদপ্তর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

পূর্ব উপকূলীয় শহরগুলোতে ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে। এ ঝড়ের শঙ্কায় যুক্তরাষ্ট্রের শহরগুলোর ভেতর-বাইরে বিমানের হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে স্থানীয় সময় বৃহস্পতিবার মুদি দোকানগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।

ঝড়ের আতঙ্কে এরই মধ্যে কিছু শহরে সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরে স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে তীব্র ঝড় হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আর নিউ ইয়র্ক সিটিতে শনিবার সকালে তীব্র তুষারঝড় হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এ কারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর কেনাকাটার ধুম পড়েছে বিভিন্ন দোকানে।

(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০১৬)