নওগাঁ প্রতিনিধি : নওগাঁর প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটাল থেকে আকতার হোসেন জীবন (৩৮) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হাসান এ রায় প্রদান করেন। একই সঙ্গে আশ্রয়দাতার অপরাধে ওই হসপিটালের স্বত্বাধিকারী ডা. ঈসকেন্দার হোসেনের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আকতার হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের চাঁদ আলীর পুত্র বলে জানা গেছে। ঘটনাটি শহর জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে একটি অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হাসানের নেতৃত্বে প্রাইম ল্যাবে এক অভিযান চালানো হয়। এসময় আকতার হোসেনের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই-বাছাই করা হলে তিনি ভূয়া চিকিৎসক হিসাবে প্রমাণিত হন। সঠিক কোন সনদপত্র না থাকায় তাকে ওই হসপিটাল থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে আদালাতের বিচারক আটককৃত আকতার হোসেনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
তিনি আরও জানান, আকতার হোসেন ৬ বছর থেকে নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও একটি মেডিকেল কলেজের প্রফেসর হিসাবে পরিচয় দিয়ে প্রাইম ল্যাবসহ জেলার বিভিন্ন ক্লিনিকে ভূয়া কাজগপত্র দিয়ে অবৈধভাবে চিকিৎসার নামে প্রতরণা করে আসছিলেন। এদিকে ল্যাবে ভুয়া চিকিৎসককে সাইনবোর্ড ব্যবহার করতে দেয়া ও প্রতরণায় সহযোগিতা করার অপরাধে ল্যাবের মালিকেরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাটি জেলার অবৈধ ক্লিনিকগুলোতে বেশ আতঙ্কের সৃষ্টি করেছে।
(বিএম/এএস/মে ৩১, ২০১৪)