শেরপুর প্রতিনিধি : শেরপুরে স্থানীয় ক্যান্সার আক্রান্ত যন্ত্রসঙ্গিত শিল্পী রোমানের সাহাযার্থে দর্পন নাট্যগোষ্ঠি’র আয়োজনে টেলিফিল্ম ‘ভালোবাসা কাড়ানাড়ে’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের নৃত্য কক্ষে এ মহরত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার তমাল বোস। দর্পন নাট্যগোষ্ঠি’র আহ্বায়ক আবু রায়হান মো. পাভেলের সভাপতিত্বে মহরত অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচী’র জেলা সভাপতি তপন সারোয়ার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভানেত্রী সঞ্চিতা হোড় দীপু, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি’র সভাপতি রফিক মজিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে এবং টেলিফিল্মটির একটি গান বাজিয়ে ‘ভালোবাসা কাড়ানাড়ে’র শুভ মহরত ঘোষনা করা হয়। এসময় টেলিফিল্ম এর বিভিন্ন শিল্পী, কলাকুশলী, জেলার বিভিন্ন স্তরের সঙ্গীত ও নাট্যশিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ টেলিফিল্মটির প্রিমিয়ার শো থেকে প্রাপ্ত আয়ের টাকা ক্যান্সারে আক্রান্ত যন্ত্রসঙ্গীত শিল্পী রোমানের চিকিৎসার জন্য ব্যায় করা হবে।

(এইচবি/এএস/জানুয়ারি ২৩, ২০১৬)