বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখেসহ তার পরিবারে বিএনপি ও জাতীয় পার্টির নেতা রয়েছেন। যেদলের সরকার ক্ষমতায় থাক না কেন এই পরিবারটির দখলে থাকে মোড়েলগঞ্জর পুটিখালী ইউনিয়ন।

এমনই অভিযোগ এনে পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখের বিরুদ্ধে অভিযোগ এনে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু’র কাছে লিখিত অভিযোগ করেছেন তার নিজ দলের নেতাকর্মীরা।

পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল শাকিলসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ উল্লেখ করেছেন, আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুর রাজ্জাক শেখের নিজ পরিবারেই নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির। তার বড় ভাই ডা. মোশারেফ হোসেন পুটিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি। ১৯৯১ সালে আব্দুর রাজ্জাক ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় জামায়াতের এমপি প্রার্থী মুফতি সাত্তারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হন। তার তৃতীয় ভাই মো. গোলাম রসুল জাতীয় পার্টির নেতা এবং ছোট ভাই আলী আজীম বাবুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

বিভিন্ন সময় যুবদলের এই নেতার হাতে লাঞ্ছিত ও মারপিটের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাগ- বাটোয়ারা করে রাজনীতি করা ওই পরিবারের সদস্যরা সকল রাজনৈতিক দলের নেতৃত্বে থাকার কারনে সব সরকারের আমলেই ওই পরিবারটি থাকে সুবিধাজনক অবস্থানে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আব্দুর রাজ্জাক যেমন আ. লীগ থেকে নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা তদবির করছেন। তার অপর ভাইয়েরাও চাইছেন অন্যান্য দলের নমিনেশন। আর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্রে করে অনৈকিত সুবিধার মাধ্যমে আব্দুর রাজ্জাক দলীয় মনোনয়ন পাচ্ছেন এমন খবরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।


(এসএকে/এস/জানুয়ারি২৩,২০১৬)