স্টাফ রিপোর্টার : বিএনপির দফতর সম্পাদক রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা দীর্ঘদিন ধরে রাজার মতো ক্ষমতায় থাকতে চান। তার দলে ও বাইরে কেউ তার সমালোচনা করতে পারবেন না। শুধু তিনিই একজন ব্যক্তি-যখন যা চাহে মন যা ।’

সোমবার দুপুর একটায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সাংবিধানিক বিতর্ক ও বিচার ব্যবস্থার ভবিষ্যত বিষয়ক এ আলোচনায় সভায় রিজভী বলেন, ‘সরকারি দলের লোকেরাও তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে কথা বলেছেন। কিন্তু একমাত্র তিনিই রাজি নন।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক চিফ হুইফ শাহ মোয়াজ্জেম হোসেন ছাড়াও লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, মোসলেম উদ্দিন, উম্মে হাবিবা রহমান, শামসুদ্দিন পারভেজ প্রমুখ বক্তব্য দেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০১৬)