বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ৩০০ কোটি রুপি আয় করা প্রথম ছবি ‘থ্রি ইডিয়টস’-এর নতুন পর্ব আসছে। এ আভাস দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। আগের ছবিতে তিনিই ছিলেন মুখ্য চরিত্রে। এবারের কিস্তিও পরিচালনা করবেন রাজকুমার হিরানি।

নিজের অভিনীত ‘রঙ দে বাসন্তী’ ছবির এক দশক পূর্তিতে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে আমির এ সুখবর দিয়েছেন। ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘রাজু (রাজকুমার হিরানি) কিছুদিন আগে জানান, তিনি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল করার গল্প পেয়েছেন। সুতরাং আমরা শিগগিরই আবার একত্রিত হতে যাচ্ছি। তবে এটাকে ব্রেকিং নিউজ বানাবেন না। কারণ এখনও কিছুই চূড়ান্ত হয়নি।’

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’-এ আমিরের সহশিল্পী ছিলেন কারিনা কাপুর খান, শারমান জোশি, আর. মাধবন, বোমান ইরানি, মোনা সিং, ওমি বৈদ্য। বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর ভাবনা, জীবনযাপন, স্বপ্ন নিয়েই ছিলো এর গল্প। এটি তৈরি হয় চেতন ভগতের ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ উপন্যাস অবলম্বনে।

এদিকে আমির এখন ব্যস্ত তার নতুন ছবি ‘দঙ্গল’-এর কাজ নিয়ে। এতে তাকে দেখা যাবে কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায়। নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরের মাঝামাঝি।

(ওএস/এএস/জানুয়ারি ২৬, ২০১৬)