দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে গতকাল মঙ্গলবার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ মা পত্রিকার প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্তার ব্যক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সাপ্তাহিক দেশ মা পত্রিকা অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজু কুমার গুপ্তার পিতা জগদীশ প্রসাদ রাম ও মাতা শান্তি দেবী গুপ্তা। এ সময় রাজু কুমার গুপ্তা ও তার সহোদর আনন্দ গুপ্তাসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ পারভেজ, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল প্রমুখ।

রাজু কুমার গুপ্তা বলেন, প্রতি বছরের মতো এ বছরেও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। এতে কিছুটা হলেও শীতার্তরা কষ্ট থেকে লাঘব পাবে।


(এডি/এস/জানুয়ারি২৬,২০১৬)