২৫ জানুয়ারি ১৮২৪ সালের  বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। সাহিত্যের এই প্রবাদ প্রতিম পুরুষের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। বিখ্যাত দত্ত পরিবারে তিনি জন্মগ্রহন করেন। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম রাজনারায়ণ দত্ত, মা জাহৃবী দেবী।

বিস্ময়কর প্রতিভার অধিকারী মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির জন্মভিটা সাগরদাঁড়িতে ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে -সপ্তাহব্যাপী মধুমেলা। শেষ হবে ২৮ জানুয়ারি।
মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।

১৯৭৩ সাল থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়িতে তার জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন হয়ে আসছে। প্রতিবারের মতো এবারও মধু কবির জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সাগরদাঁড়িতে 'মধুমেলার' আয়োজন করা হয়েছে।

মধু কবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির এক সাক্ষাতকারে বলেন, 'মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিদিনই এ অঞ্চলের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ সাগরদাঁড়িতে আসছেন। মেলাতে অংশগ্রহণ করছেন এবং কবি সম্পর্কে আরও বেশি বেশি জানার সুযোগ পাচ্ছেন'