স্টাফ রিপোর্টার : সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতির ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক ফরহাদ খাঁ ফাউন্ডেশনের আয়োজনে দিনটি পালন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, দেশে সাংবাদিক হত্যার বিচার না হওয়া স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। আমরা সৌভাগ্যবান যে সাংবাদিক ফরহাদ খাঁ'র হত্যা মামলার প্রাথমিক রায় এসেছে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, হয় সাংবাদিক হত্যার বিচার করুন, না হলে ঘোষণা করুন এ দেশে সাংবাদিক হত্যার বিচার হবে না। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারাধীন সকল মামলার রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

এ সময় আলোচনা সভায় বক্তারা সাংবাদিক ফরহাদ খাঁর স্মৃতি চারণ করেন। দৈনিক আজকের বাণী পত্রিকার সম্পাদক আতিকুল ইসলামমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক সচিব আব্দুল মজিদ, সাহিত্য পরিষদের সভাপতি সিরাজুল করিম প্রমুখ।

(ওএস/পি/জানুয়ারি ২৮, ২০১৬)