পটুয়াখালী প্রতিনিধি : পৃথিবীতে কত রকমের ঘটনা ঘটে, কতো নিরীহ মানুষ প্রতিহিংসার আগুনে জ্বলে শেষ হয়ে যায় সাজানো সুখের সংসার, ভিটে-মাটি হারিয়ে নিস্ব হয়ে দিশে হারা। তারই ঘটনা ঘটেছে, পটুয়াখালী গলাচিপা উপজেলা গোলখালী ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের একই পরিবারের ভাই, ভাইয়ের শত্রুতা করে আপন ভাতিজাকে পিটিয়ে মাথা ফাটিয়ে মৃত্যুর মুখে পাঠিয়ে উল্টো তাকেই আসামি করে, গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হয়রানি মুলক মিথ্যে মামলা দায়ের করেন মৃতঃ মোসলেম মাতবরের ছেলে সেরাজ মাতবর(৪০)।

স্থানীয় ও অভিযোগকারী মু. রফিক মাতবর, মু.জাকির মাতবর, আইয়ুব আলী মাতবর, ইয়াকুব আলী হাওলাদার ও বকু হাওলাদার সহ বিভিন্ন স্থানীয়রা জানায়, পারিবারিক ভাবে জমি-জমা নিয়ে ভাই-ভাই শত্রুতা র্দীঘদিন ধরে চলে আসছে, স্থানীয় আদিবাসি মু.আব্দুর রশিদ হাওলাদার, মু মোকলেস খা, গ্রিহ বধূ ছাফিয়া, মু.গিয়াস উদ্দিন মোল্লা সহ বিভিন্ন পথচারী থেকে জানা যায়, সেরাজ মাতবর তিনি সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করাই তার চরিত্রের বৈশিষ্ট্য, তাছাড়া ভাই, ভাইয়ের শত্রুতা সমাজে অনেক দেখেছি ও শুনেছি, কিন্তু সেরাজ মাতবরের মতো দুষ্ট লোক আর দেখিনি। তারা আরো বলেন, সেরাজ মাতবর তার আপন ভাতিজা জাকির মাতবরকে অমানবিক ভাবে পিটিয়ে হাসপাতালে পর্যন্ত পাঠিয়েছে, আর উল্টে তাদেরকেই আসামি করে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে, আমরা আইনের কাছে সু-বিচার চাই। এবিষয়ে, সেরাজ মাতবরের ০১৭৯৯৫৪০৭৫৪ নম্বারে কথা বলতে চাইলে, সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এ ব্যাপারে স্থানিয় ইউপি সদস্য মু.সুলতান হাওলাদার সাংবাদিক বৃন্দের কাছে বলেন, মামলার বাদি সেরাজ মাতবরের কু-কর্মের কথা বলে শেষ করা যাবে না, তিনি আরো বলেন, সেরাজ যে মামলা সাজিয়েছে তা আদৌ ঘটেনি, এমন কি! সেরাজ এলাকার বিচার ব্যবস্থা, আইন-কানুন কিছুই মানে না। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন যুব-লীগের সভাপতি মু. বশির মাতবর এর কাছে জানতে চাইলে তিনি একই কথা বলে মিথ্যে মামলার তীব্র প্রতিবাদ করেন।

(আরবি/পি/জানুয়ারি ২৮, ২০১৬)