গাজীপুর প্রতিনিধি : বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে কাশিপুর কারাগার পার্ট-২ তে স্থানান্তর করা হয়।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর ডেপুটি জেলার মো. আবুল হোসেন জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নাশকতা ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় দায়ের করা ৯টি মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান দেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৯, ২০১৬)